বরিশাল সমিতি’র উদ্যোগে সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার মেজর ডোনার, ডোনার ও আজীবন সদস্যদের পারিবারিক মিলনমেলা, প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দের সংবর্ধনা, নতুন সদস্য বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেল ৩টায় নগরীর শিববাড়ী মোড়স্থ বিভাগীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ কুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর আলহাজ্ব প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, কুয়েটের চীফ ইঞ্জিনিয়ার আলহাজ্ব প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, ওয়াসা’র ডিএমডি প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ এবং মোংলা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব সুলতান হোসেন খান।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক এম এ মান্নান বাবলু, সূচনা বক্তৃতা করেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ আলম খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহŸায়ক এম এ সালাম।