বরিশাল মেডিকেলে করোনাভাইরাস ইউনিটে এক ব্যক্তির মৃত্যু
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন
৪০ বছর বয়সী এই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকের ধারণা। পটুয়াখালী সদর উপজেলার বহালগাঠিয়া গ্রামের বাসিন্দা তিনি।
মেডিকেলের পরিচালক বাকির হোসেন বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই ব্যক্তিকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। তিনি জ্বর, সর্দি-কাশি ও বুকেব্যথায় ভুগছিলেন। রোববার সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
“এই রোগীর অসুস্থতার ধরন দেখে মনে হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।”
লাশের দাফন ও পরীক্ষার বিষয়ে আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া শনিবার রাত ১২টার দিকে এই মেডিকেল হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারী মারা গেছেন; যিনি দুই বছর ধরে নানা রোগে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। বরিশাল শহরের কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এই নারী।
মেডিকেলের পরিচালক বাকির হোসেন বলেন, এই নারী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। কয়েক দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল সদর হাসপতালে চার দিন চিকিৎসা নেন। বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে যান।
“শুক্রবার থেকে হালকা কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে শনিবার রাত পৌনে ১২টার দিকে তাকে মেডিকেলে আনা হয়। রোগীর স্বজনদের কাছে উপসর্গের ইতিহাস শুনে তাকে হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে পাঠানো হচ্ছিল। কিন্তু করোনাভাইরাস ইউনিটে নেওয়ার পথেই তিনি মারা যান।”
পরে তাকে করোনাভাইরাসে আক্রান্ত নন মনে করে রাতেই লাশ স্বজনদের দিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ওই নারীর ছেলে বলেন, দুই বছর আগে এক দুর্ঘটনায় তার বড় ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকে নানা রোগে ভুগছিলেন তার মা। তিনি কোনো প্রবাসীর সংস্পর্শে আসেননি।