December 22, 2024
জাতীয়

বরিশালে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরিশালে দশ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদÐ হয়েছে। গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে নয় বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তার একলাখ টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও তিন বছর কারাভোগ করতে হবে। দÐিত শাজাহান মৃধা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সৈয়দ জামান মৃধার ছেলে।

মামলার বরাত দিয়ে আদালতের সহকারী আজিবুর রহমান বলেন, ২০১০ সালের ৩ মার্চ বাড়ির পাশের মাঠে শুকাতে দেওয়া কাপড় আনতে যায় ১০ বছরের একটি শিশু। এ সময় তাকে তুলে নিয়ে ধর্ষণ করে ৫০ বছরের (ওই সময়ের বয়স) শাজাহান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৭ মার্চ মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৫ মে আদালতে অভিযোগপত্র দেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আ. মালেক হাওলাদার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *