বরিশালে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
বরিশালে একটি ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। গতকাল রবিবার আসামির উপস্থিতিতে উপস্থিতিতে এ রায় দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। দণ্ডিত সুজন সিকদার (২৫) মেহেন্দিগঞ্জ উপজেলার জালিত চর গ্রামের মৃত ধলু সিকদারের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ বলেন, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে সুজন।
এই ঘটনায় ওই বছরের ২১ অক্টোবর আদালতে মামলা করেন মেয়েটির বাবা। একই বছরের ৬ নভেম্বর সুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার এসআই কামাল হোসেন।