বরিশালে দলিল লেখক খুন, স্ত্রী-শ্যালক আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
বরিশাল সদর উপজেলার দলিল লেখককে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার স্ত্রী ও শ্যালককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরমোনাইয়ের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান। নিহত রেজাউল করিম রিয়াজ (৪০) পেশায় দলিল লেখক ছিলেন। আটককরা হলেন- রিয়াজের স্ত্রী লিজা ও শ্যালক ইমন।
এসআই বলেন, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমান রেজাউল; এ সময় তার স্ত্রীও ওই ঘরে ছিলেন। সকালে খবর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিজা ও ইমনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।