November 16, 2024
আঞ্চলিক

বরগুনা এবং মংলায় নৌবাহিনীর টহল জোরদার

 

আইএসপিআর

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল আরো জোরদার করেছে। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্টগুলো বরগুনা জেলা ও মংলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করে। একই সাথে বরগুনা জেলার বিভিন্ন স্থানে ৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে।

এসময় নৌবাহিনী ১১০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। অন্যদিকে নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপাই ইউনিয়ন পরিষদ এলাকায় টহল কার্য পরিচালনা করে এবং ২০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে, এছাড়া ক্লোরিন মিশ্রিত পানি ছিটিয়ে রাস্তা জীবানুমুক্ত করে। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *