বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদÐ
দক্ষিণাঞ্চল ডেস্ক
বরগুনার পাথরঘাটায় ১২ বছর আগে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদÐ দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। দÐিত বাচ্চুর (৫৬) বাড়ি আমতলা গ্রামে। রায় ঘোষণার সময় বাচ্চু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে বাচ্চু তার স্ত্রী হামিদকে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ির খাল পাড়ে লাশ মাটি চাপা দিয়ে রাখে। পরদিন সে হামিদার বাবার বাড়ির গিয়ে জানায় যে, হামিদকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ সময় বাচ্চুর কথা ও আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়।
এরপর ১৫ সেপ্টেম্বর গ্রামবাসী বাচ্চুকে আটক করে চাপ দিলে সে হত্যার কথা স্বীকার করে। গ্রামবাসী ওইদিনই বাচ্চুকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে এ ঘটনায় হামিদার মা জাহানারা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা করেন।