বরগুনায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
বরগুনার বেতাগী উপজেলায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের এই কিশোরীর মা তিনজনকে আসামি করে বেতাগী থানায় বুধবার দুপুরে এই মামলা করেন। আসামিরা হলেন উপজেলার হোসনাবাদ গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে সাগর (১৮), একই গ্রামের নাঈম হোসেন (১৮) ও মো. নাঈম (১৮)।
মামলার নথি অনুযায়ী, মামলার বাদী তার স্বামীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে জলিশাবাজারে ভাড়া বাসায় থাকেন। দিনমজুরি করে সংসার চালান তিনি। তার অভিযোগ, সাগর তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়ে বাজারের পাশের ওরশ মাহফিল থেকে বাসায় ফিরছিলেন। এ সময় সাগর, নাঈম হোসেন ও মো. নাঈম তাকে ধরে বাগানে নিয়ে যায়। সেখানে তিনজন তাকে ধর্ষণ করেন।
কিশোরী, ধরে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করলেও ওরশ মাহফিলের মাইকের আওয়াজে কেউ শুনতে পায়নি। পরে লোকজন গিয়ে টর্চলাইটের আলো ছড়ালে ধর্ষকরা পালিয়ে যান। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।