January 16, 2025
জাতীয়

বরগুনায় আবারও ধসে পড়ল স্কুল ছাদের পলেস্তার

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরগুনায় ক্লাস চলাকালে আবারও ধসে পড়ল একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের একাংশের পলেস্তার। বরগুনার পিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ভিম ধ্বসে ছাত্রী নিহত হওয়ার শোক কেটে উঠতে না উঠতেই ফের এ ধরনের ঘটনা ঘটল।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে বরগুনা পৌর শহরের আমতলা পাড় এলাকার ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী রিফাত (৫)।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরগুনা পৌর এলাকার আমতলা পাড়স্থ মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পূর্বে প্রধান শিক্ষক ক্লাসে ঢুকে দ্রুত স্কুল ড্রেস পরিধান করে আসার জন্য রিফাতকে (৫) বাসায় পাঠিয়ে দেন। রিফাত ক্লাসের বেঞ্চের উপর বইয়ের ব্যাগ রেখে বাহিরে বের হবার সাথে সাথে হঠাৎ করে ছাদের পলেস্তার খসে পড়ে রিফাতের রেখে যাওয়া ব্যাগের উপরে। বিকট শব্দে মোটা অংশের পলেস্তার খসে পড়ায় গোটা স্কুলে আতংক ছড়িয়ে পড়ে।

স্কুলের প্রধান শিক্ষক শামিময়ারা নিপা জানান, ১৯৯৪ সালে চার লাখ বিশ হাজার টাকায় এলজিইডি এ বিদ্যালয় ভবন নির্মাণ করে। বিদ্যালয়ের লাইব্রেরীসহ অন্যান্য রুমের ছাদেও ভিমে ফাটল রয়েছে। ফাটলের বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা বিভাগকে জানানো হয়েছে। বর্তমানে ঝুঁকি নিয়েই পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *