ববি শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবিতে খুবিতে মানববন্ধন
খুবি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর মধ্যরাতে বাসস্ট্যান্ডে অতর্কিত হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এক মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা পরিবারের মতো। বরিশালের কোনো শিক্ষার্থীকে আঘাত করা মানে আমাদের পরিবারের সদস্যকেই আঘাত করা। আমাদের ভাইদের উপর যারা হামলা করেছে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ