বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ইউরো দেবে ইইউ
বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ইউরো (৯৬ লাখ টাকা) দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জুনের শেষে বাংলাদেশে বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এক লাখ ইউরো সহায়তা দেবে। কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৩০০ পরিবারকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।