বন্ধ পাটকল চালুসহ ১৪ দফা দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালিত
দ. প্রতিবেদক
অবিলম্বে বন্ধকৃত ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন করা, অবসরপ্রাপ্ত ও কর্মরত সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবীতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে রবিবার বেলা ১১:৩০টায় জেলা প্রশাসক কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর এক শান্তিপূর্ণ গণমিছিল নগরীর ফেরীঘাট হতে ডাকবাংলা, পিকচার প্যালেস মোড়, শহীদ হাদিস পার্ক ও বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে ডিসি অফিসে পৌঁছায়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের অবর্তমানে উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ)-এর নিকট প্রদান করা হয়।
ঘেরাও কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসিন, ডাঃ মনোজ দাশ, জনার্দন দত্ত নাণ্টু, মুনীর চৌধুরী সোহেল, ইকবাল কবীর জাহিদ, এইচ এম শাহাদাৎ, এড. মোঃ বাবুল হাওলাদার, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, মোজাম্মেল হক খান, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, মনিরুল হক বাচ্চু, এস এম চন্দন, মাহাবুবুর রহমান খোকন, আব্দুল করিম, এড. নিত্যানন্দ ঢালী, প্রভাষক জয়ন্ত মুখার্জী, আফজাল হোসেন রাজু, রিয়াসাত আলী রিয়াজ, গাজী আফজাল হোসেন, কোহিনুর আক্তার কণা, অলিয়ার রহমান, মোঃ আলমগীর হোসেন লিটু, আনোয়ার হোসেন, মোঃ নূরুল ইসলাম, মেহেদী হাসান বিল্লাল, মোঃ কামরুজ্জামান, সামশেদ আলম শমশের, জাকির হোসেন চুন্নু, কামরুল ইসলাম, আকরাম হোসেন, নজরুল ইসলাম মল্লিক, সনজিত মণ্ডল, আল আমিন শেখ, অনিক ইসলাম, সোমনাথ দে প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ