November 28, 2024
আন্তর্জাতিক

বন্দুক হামলা থেকে বাঁচলেন মুফতি তাকি, নিহত ২

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

পাকিস্তানে শুক্রবার বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ তাকি উসমানি। তবে, অজ্ঞাত বন্দুকধারী করাচিতে দুটি গাড়ির ওপর গুলি চালালে মুফতি তাকির দু’জন দেহরক্ষী নিহত এবং আরও দু’জন আহত হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, প্রাথমিকভাবে জানা গেছে করাচির দুটি ভিন্ন জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে, পরে পুলিশ নিশ্চিত করে একটি ফ্লাইওভারের ওপর থেকে ওই দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশের ডিআইজি আমির ফারুকি জানান, হামলায় দু’জন রক্ষী নিহত হয়েছেন। চিকিৎসক ড. সীমা জামালি জানান, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

করাচি পুলিশের প্রধান কর্মকর্তা ড. আমির শাইখ নিশ্চিত করেন, যে দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তার একটিতে মুফতি তাকি উসমানি ও তার স্ত্রী ছিলেন। তবে তারা অক্ষত আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুফতি উসমানিকে তার ‘দেশ ও ইসলামি দুনিয়ার সম্পদ’ অভিহিত করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেহরক্ষী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বলে খবর দিয়েছে ডন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *