বনায়ন ও বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচারের আয়োজনে বিভিন্ন প্রজাতির নার্সারি উত্তোলন, বনায়ন ও বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচারের বিভাগীয় কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দীকি।
অতিথিরা বলেন, মুজিববর্ষকে সামনে রেখে সরকার বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করছে। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। যে পরিমান বনভূমি থাকার দরকার তা বাংলাদেশে নেই। এজন্য বেশি বেশি গাছ রোপণ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এর পরিচর্যাও করতে হবে। উন্নত জাতের বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা জরুরি। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
প্রশিক্ষণে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারি মালিক সমিতির প্রতিনিধি ও বৃক্ষের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা অংশ নেন।