বনানীর আরেক বাড়িতে আগুন, আতঙ্ক
দক্ষিণাঞ্চল ডেস্ক
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই বনানীর আরেক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লাগার পর স্বল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। বেলা ১ টার দিকে ছয় তলা ওই ভবনের চতুর্থ তলার রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হলে আতঙ্কিত লোকজন ভবন থেকে বেরিয়ে আসে।
মিজানুর বলেন, আমাদের কর্মীরা সেখানে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই। বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২২ তলা এফআর টাওয়ারে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।