বনানীর অগ্নিকাণ্ডে সিপিবি’র শোক, উদ্বেগ ও ক্ষোভ
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশীসহ নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑজেলা যুব ইউনিয়নের সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাঃ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সাং সম্পাদক জামসিদ হাসান জিকু প্রমুখ।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে আর্থিক সহয়তার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইতোপূর্বে চিকিৎসার ব্যাপারে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা সন্তোষজনক নয়।