বটিয়াঘাটা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের সভা
বটিয়াঘাটা প্রতিধিনি
বটিয়াঘাটা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যাপক নারায়ণ চন্দ্র রায় এর ২য় মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়। সদা হাস্যউজ্জ্বল মিষ্টভাষী ও বিনয়ী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার সাহিত্যিক সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এ অধ্যাপকের আত্মজীবনী ও স্মৃতিচারণ উপলক্ষ্যে উপজেলা সদরের ছিলিন্দামারী নিজ বাসভবনে তার আত্মার শান্তি ও কল্যানার্থে ভক্তিগীতি, সন্ধ্যা আরতী ও অন্নপ্রসাদের আয়োজন করা হয়। তার একমাত্র পুত্র বটিয়াঘাটা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ রায় পিতৃদেবের বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রর্থনা সভায় নিকট আত্মীয়, সুধীজন সহ গণ্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত থাকায় তাদের বিনম্্র শ্রদ্ধা জানান।