বটিয়াঘাটা ভোটার হালনাগাদ উপলক্ষে মতবিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় নুতন ভোটার হালনাগাদ এর তথ্য সংগ্রহের কার্যক্রম ৬ জুলাই থেকে ২৬ জুলাই সম্পন্ন হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে তথ্য সংগ্রহকারীদের ছবি তোলার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা নির্বাচন অফিসার আব্দুর সত্তরের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক যথাক্রমে মহিদুল ইসলাম শাহিন, এস.এম.এ ভূট্টো, এড. প্রশান্ত কুমার বিশ্বাস, আহসান কবির, শাহিন বিশ্বাস, পরিতোষ রায়, শাওন হাওলাদার, মোঃ বজলুর রহমান, বিপ্রদাস রায়, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, বুদ্ধদেব মন্ডল, নিতিশ বাছাড় সহ নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় নির্বাচন অফিস সূত্র জানায়, গত ৬ জুলাই থেকে ১৩ জন সুপারভাইজার ও ৬৯ জন তথ্য সংগ্রহকারী নতুন ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোটার হালনাগাদের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছে। এ উপজেলায় মোট ভোটার ১,৩৭,৫৪৫ জন এর ১০% অর্থাৎ ১৩,৭৫৬ জন নতুন ভোটার হালনাগাদের টার্গেট ছিল। তথ্য সংগ্রহকারীরা ৮% অর্থাৎ ১১,৩৬৫ জনের প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। বাকী ২,৭৫৫ জনের তথ্য বাড়ী বাড়ী গিয়ে না পাওয়ায় তাদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান। আগামী ২৯ জুলাই থেকে তথ্য সংগ্রহকারীদের ছবি তোলার কার্যক্রম শুরু হবে। ২৯ জুলাই থেকে ৩০ জুলাই ২ দিন আমিরপুর, ৩১ জুলাই থেকে ১ আগষ্ট ২ দিন ভান্ডারকোট, ২ আগষ্ট থেকে ৪ আগষ্ট ৩ দিন বালিয়াডাঙ্গা, ৫আগষ্ট থেকে ৮ আগষ্ট ৪ দিন সুরখালী, ১৮ আগষ্ট থেকে ১৯ আগষ্ট ২ দিন গঙ্গারামপুর, ২০ আগষ্ট থেকে ৩০ আগষ্ট ১১ দিন জলমা এবং ৩১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর ২ দিন বটিয়াঘাটা ইউনিয়নে ছবি তোলা হবে। আর যদি কোন কারণে এ সকল স্থানে ছবি তুলতে না পারেন, তাদের জন্য ২ সেপ্টেম্বর বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদে ছবি তুলতে পারবে বলে জানায় উপজেলা নির্বাচন অফিস।