বটিয়াঘাটা ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়নের গণসংযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
আগামী ৩১ মার্চ রবিবার বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি চয়ন বিশ্বাসের টিউবওয়েল প্রতীককে বিজয়ী করার লক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করা হয়।
বটিয়াঘাটা বাজার সদরের জলমা হাট, রাঙ্গেমারি, ছয়ঘরিয়া, বদনাখালি জয়পুর, হোগলাডাঙ্গা, রাজবাঁধ, আলাইপুর, শৈলমারী, কৈয়াবাজার, সাচিবুনিয়া, মহম্মদ নগর,হরিণটানা, মাথাভাঙ্গা,কচুবুনিয়া, পুটিমারি, তেতুঁলতলা, চক্রাখালি, জয়খালি, ঝড়ভাঙ্গা,চরা, নিজখামার, বাঁশবাড়িয়াসহ বিভন্ন এলাকায় তিনি ও তার অনুসারিরা এ গনসংযোগ করেন। গনসংযোগ কালে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি শিক্ষক পঙ্কজ বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মানস পাল, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সমির সরকার,অবঃ ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা কার্তিক বিশ্বাস,সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, যুবলীগ নেতা হিমাদ্রী বিশ্বাস হিমু, যুবলীগ নেতা ইন্দ্রজিৎ রায়, সুমন মন্ডল, দিপু রায়, ছাত্রলীগ নেতা প্লাবন বোষ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটাররা টিউবওয়েল প্রতিক কে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।