বটিয়াঘাটা পাইলট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানায় হেঃ কোঃ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপী ৪৯তম বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বুধবার বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়েল প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও কপোত মুক্ত করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।