বটিয়াঘাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা রফিকুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হাসান, সরদার আব্দুল হাদী প্রমূখ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।