বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদ রানার দলীয় মনোনয়ন জমা
দ: প্রতিবেদক
খুলনা জেলা সৈনিক লীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা এসএম ফরিদ রানা বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ওইদিন বিকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র ধানমন্ডি-৩/এ রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ’র কাছে তিনি দলীয় এ মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন জমা দেয়ার সময় বটিয়াঘাটা উপজেলা যুবলীগ সভাপতি অনুপম বিশ্বাস, সুরখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিএম আব্দুল হাই, যুবলীগ নেতা গাজী রুবেল, সাবেক ছাত্রনেতা তমাল রায়, মামুনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।