বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
“তামাক কোম্পানীর কূট চাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল রবিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সবাই মিলে শপথ করি, বাংলাদেশ গড়ি’ শ্লোগান নিয়ে এক আলোচনা সভা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, অধ্যক্ষ অমিতেষ দাশ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মÐল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, ডাঃ অভিজিৎ মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ^াস, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার খানম, প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আঃ হাদী সরদার, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, পরিতোষ রায়, শাওন হাওলাদার, ইমরান হোসেন, মাদ্রাসা সুপার বোরহান আক্তার প্রমুখ।