বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় ১লা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা ১১ টায় স্থানীয় সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রামপদ সাহা, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল আলম, নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল সত্তার, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশাদেবী তনু, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সাংবাদিক মনিরুজামান, সাংবাদিক এস,এম ভুট্টো, সাংবাদিক এড, প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক, আহসান কবীর, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাস রায়, প্রাণকৃষ্ণ বৈরাগী, শেখ সুমন আলম প্রমূখ।