বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান বলেছেন, সৎ পথে জীবন ধারনের মানই আলাদা। সাধারণ মানুষ প্রশাসনের কাছ থেকে পরিসেবা পেতে চায়। এ উপজেলার সাধারণ মানুষের কথা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা পরিষদের আয়োজনে এক বিদায়ী সংম্বর্ধনা অনুষ্ঠানে সংম্বর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেদুজ্জামান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার ও ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার ও ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদীর যৌথ সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, অধ্যক্ষ মোঃ আরিফুজ্জামান স্বপন, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা মনিরুল মানুন, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রাহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, আর এম ও ডাঃ বাপী রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চিলাল মল্লিক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইসমাইল হোসেন বাবু, গোলাম হাসান, জি এম মিলন, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, মাদ্রাসা সুপার বোরহান উদ্দিন প্রমুখ।