বটিয়াঘাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা মাসিক আইন-শৃংঙ্খলা কমিটির এক সভা গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন, বটিয়াঘাটা ওসি (তদন্ত) ইব্রাহীম হোসেন সোহেল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, লবনচরা ওসি (তদন্ত) বায়োজিদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ভাঃ আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, হরিনটানা থানার প্রতিনিধি এস,আই দেবব্রত প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।