বটিয়াঘাটা আ’লীগ নেতার মাতার মৃত্যুতে গভীর শোক
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা শাখা আ’লীগের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাসের মাতা সুভাষিনী বিশ্বাস (১০১) গতকাল গতকাল সোমবার সকালে গজালমারীস্থ নিজ বাস ভবনে বাধ্যক্ষ জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ৩ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা- চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক দিলীপ হালদার, সহ-সভাপতি অধ্যাঃ ফিরোজুর রহমান, মীর মোহম্মদ আলী, আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, স্বপন কুমার সরকার, চঞ্চলা মন্ডল, ওয়াহিদুর রহমান, মোশারফ হোসেন, গোবিন্দ মল্লিক, গোবিন্দ রায়, খলিলুর রহমান, জাকির হোসেন লিটু, রাজ কুমার রায়, নারায়ণ সরকার, মিজানুর রহমান বাবু, মানস পাল, জিএম মিলন, প্রকাশ রায়, অরিন্দম গোলদার, হুমায়ুন কবির, মিজানুর রহমান মিজান, গৌর দাস ঢালী, সুরজিৎ মন্ডল, ইব্রাহীম শেখ প্রমূখ। বিকাল ৪ টায় চক্রাখালী মুক্তিধাম মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।