বটিয়াঘাটায় ৪৯তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা পর্যায়ে ৪৯তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার বিকাল ৩টায় পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ মন্ডলের স্বাগত বক্তৃতা ও অধ্যাঃ মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতিরি সভাপতি কাঞ্চিলাল মল্লিক, সাধারণ সম্পাদক পঙ্কজ বিশ্বাস, প্রধান শিক্ষক যথাক্রমে অনিল কুমার মন্ডল, তপন কুমার বিশ্বাস, অন্নদা শংকর রায়, আনন্দ মোহসন বিশ্বাস, স্বপন কুমার রায়, পুরুষত্তম রায়, অশোক কুমার দে, অজিত কুমার চৌধুরি, শুভংকর মন্ডল, পঙ্কজ বিশ্বস, প্রবীর কুমার ঘোষ, রীতা রানী বিশ্বাস, মোহাম্মদ আলী বিশ্বাস, সুপার মাওলানা আবু ইউসুফ, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক এড. প্রশান্ত কুমার বিশ্বাসসহ সকল স্কুল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে বিজয়ীদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।