November 26, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় হেলপস্ আয়োজিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

 

 

গতকাল সোমবার “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার” এই শ্লোগান কে সামনে নিয়ে সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদেও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান, এনভাইরণমেন্ট, অ্যান্ড লাইভ্লীহুড্ প্রমোশন সোসাইটি (হেলপস্), খুলনা, ঈবহঃৎব ভড়ৎ ঈষরসধঃব ঈযধহমব ধহফ ঊহারৎড়হসবহঃধষ জবংবধৎপয (ঈ৩ঊজ), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বটিয়াঘাটা উপজেলার ০৭টি মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ১২ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২৪ জন অভিভাবক মিলে মোট ৪৮ জন অংশগ্রহণকারী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে রয়েছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন যাপনে খাপ-খাওয়ানোর কৌশল আত্মীকরণ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশিক্ষণ,  শিক্ষার্থীদেও মধ্যে চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, অটিজম ও প্রতিবন্ধীতা বিষয়ে জনসচেতনতামূলক পটগান, মঞ্চনাটক এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসা: মৌসুমী আক্তার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তপন কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন হেলপস্ এর নির্বাহী পরিচালক গৌতম মন্ডল। অনুষ্ঠানে সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও হেলপস্ এর সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *