January 5, 2025
আঞ্চলিক

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

বটিয়াঘাটা প্রতিনিধি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ শরিফুল ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া হাইওয়ে রোডের চৌরাস্তা মোড়ে। সে ভান্ডারকোট ইউনিয়নের বাইনতলা এলাকার আসলাম শেখের পুত্র এবং সরকারি সুন্দরবন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার আমিরপুর ইউনিয়নের বাইনতলা এলাকার আসলাম শেখের পুত্র মোঃ শরিফুল ইসলাম লেখাপড়ার পাশাপাশি জলমা তফশীল অফিসে ই-নামজারীর কম্পিউটারে পারটাইম কাজ করে আসছিল। গত মঙ্গলবার জলমা তফশীল অফিস থেকে কাজ সেরে তার নিজস্ব মটোর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাচিবুনিয়া চৌরাস্তা নামক স্থানে পৌঁছিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ঘাতক ট্রাক আইল্যান্ডের উপরে উঠিয়ে তাকে চাপা দেয়। এ সময়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে লবনচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও ড্রাইভার এবং হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

গতকাল বুধবার তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে বাইনতলা পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয় বিদারক দৃশ্য ও শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *