বটিয়াঘাটায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইলেকট্রিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি প্রকল্পের আওতায় বিনামূল্যে জরায়ু মূখ ও স্তন ক্যান্সার পরীক্ষার জন্য স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টায় উক্ত ক্যাম্পে এ পরিক্ষার আয়োজন করা হয়। ক্যাম্প চালু থাকবে ৫ মার্চ বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত। তবে কোন মহিলার মাসিক প্রিয়ড চলতে থাকলে এ পরিক্ষা করা যাবে না। এবং পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এছাড়া যে সকল বিবাহিত মহিলার বযস ৩০ বছরের উর্ধ্বে ও বিবাহের বয়স তিন বছরের বেশি এবং সহবাসের সময় রক্ত¯্রাব, অনিয়মিত রক্ত¯্রাব (মাসিকের রাস্তায়) দুগন্ধযুক্ত সাদা ¯্রাব, অকিতরিক্ত কোমর ব্যাথা থাকলে সেই সকল বিবাহিত মহিলারা এ পরিক্ষা করতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস এর নেতৃত্বে গাইনী কনসালটেন্ট ডাক্তার সাবেরা শারমিন এর পরিচালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন আর এম ও ডাঃ সুকান্ত বিশ্বাস, ডাঃ ইভানা নাসরিন, ডাঃ শারমিন সুলতানা, ডাঃ সিনছিয়া শারমিন আশা, ডাঃ অনন্যা সরকার, ডাঃ মৌসূমী মন্ডল, ডাঃ মেহেদী হাসান, ডাঃ শিল্পী বোস, ডাঃ অভিজিৎ মল্লিক, ডাঃ সুমাইয়া রিফতি, ডাঃ বনানী বিশ্বাস, ডাঃ মার্জিয়া ইয়ানসমিন, ডাঃ কানেজ তলোত চৌধুরি, ডাঃ সাজিদ রেজওয়ান সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীবৃন্দ।