বটিয়াঘাটায় স্বামীর পেনশনের অর্থ পাওয়ার দাবিতে স্ত্রীর আবেদন
বটিয়াঘাটা প্রতিনিধি
স্কুল শিক্ষক স্বামী ও প্রথম স্ত্রীর মৃত্যুতে ২য় স্ত্রী পেনশনের সমূদয় অর্থ পাওয়ার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে আনজিরা বেগম। সে বটিয়াঘাটা উপজেলার নোয়াইতলা (এপিসাং) হাটবাটি এলাকার মরহুম প্রাথমিক শিক্ষক মোহাম্মদ আলীর ২য় স্ত্রী।
লিখিত অভিযোগে তিনি জানান, স্কুল শিক্ষক মোহাম্মদ আলী মৃত্যুকালে ২ স্ত্রী ও ৩ পুত্র সহ ৫ কন্যা সন্তান রেখে যান। মৃত্যুর পর পেনশনের সমূদয় টাকা যথারীতি ২ স্ত্রীর নামে পৃথক পৃথক ভাবে কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করে আসছি। সম্পতি ১ম স্ত্রী সাজেদা বেগমের মৃত্যুর পর ২য় স্ত্রী আনজিরা বেগম সতীনের মৃত্যুজনিত কারণে একক নামে সমূদয় পেনশন পাওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেন। কিন্তু সতীন সন্তানেরা অত্যন্ত চুতর ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় তার আরেক পুত্র আমানত আলী প্রতিবন্ধী না হয়েও ভূয়া প্রতিবন্ধী কার্ড সংগ্রহ করিয়া পেনশনের অর্থ হাতিয়ে নেওয়ার ষড়যন্তে লিপ্ত হয়েছে। তিনি গত ২৬ জুন তার নায্য প্রাপ্য থেকে বঞ্চিত না হওয়ার জন্য তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা হিসাব রক্ষণ কর্মকতা বরাবরে এ আবেদন জানান।