বটিয়াঘাটায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের খাদ্যসামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে দেশের অন্যান্য স্থানের ন্যায় নভেল করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া বটিয়াঘাটা উপজেলার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ।
রবিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার মহাম্মদনগর, গল্লামারী, সাচিবুনিয়াসহ কয়েকটি স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা এম এম ইমরান হোসেন, অরিন্দম গোলদার, ইমরান হোসেন জ্যাকি, এম এম তরিকুজ্জামান রাজু, আঃ মান্নান শেখ, সুরোজিত মন্ডল, শেখ হেলাল বাবু, আল আমিন, জহিরুল জয়, প্রদিপ ঢালী, মিলন শেখ, মারুফ আহমেদ সুজন, সোহাগ প্রমুখ।