বটিয়াঘাটায় সাংবাদিকদের সাথে এমপি ঝর্ণার মতবিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট গেøারিয়া ঝর্ণা সরকার গতকাল শুক্রবার বিকাল ৪টায় আকস্মিক ভাবে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানষ পাল, ইউপি সদস্য রমা মন্ডল, খুবি কর্মকর্তা আজিজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান, সাংবাদিক এস.এম.এ ভূট্রো, সাংবাদিক শাহিন বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক এ্যাডঃ প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক পরিতোষ কুমার রায়, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, যুবলীগনেতা বিশ্বজিৎ মল্লিক, সুপ্রভাত মন্ডল, সুকুমার বালা, অসিত ঢালী, পূর্নিমা মন্ডল, শতাব্দী মন্ডল, সঞ্জয় প্রমুখ। তিনি এসময় এলাকার উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা রাখার দাবি জানান।
