বটিয়াঘাটায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল শনিবার বটিয়াঘাটার খারাবাদ-বাইনতলা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষার অগ্রগতি, বাল্যবিয়ে প্রতিরোধ, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনসহ শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ ও উদ্যোগুলোর সাফল্য তুলে ধরে বক্তৃতা করেন।
বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মিলন এবং খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেখ আবুল কাসেম। স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন। আলোচনা শেষে গণহত্যা দিবসের ওপর নির্মিত চলচ্চিত্রসহ সরকারের উন্নয়নমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।