বটিয়াঘাটায় সংঘর্ষের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটার হেতালবুনিয়া গ্রামের খৈয়াতলা এলকায় একটি জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক ইমরান হোসেন লাঞ্ছিত হয়েছেন। ঘটনার সময় ভুমি দস্যুরা ইমরান হোসেনের ক্যামেরা ফোনটি ছিনিয়ে নেয়। ইমরান হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে অশ্রæ বিশ্বাস অসিম (২৮) ও জয়ন্ত বিশ্বাস (৩০) এ ঘটনা ঘটায়। তাদের সকলের বাড়ি হেতালবুনিয়া এলাকায়। তিনি এ ব্যপারে বটিয়াঘটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। ইমরান হোসেন দৈনিক গ্রামের কাগজ ও আজকের তথ্য পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি।
বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির বলেন, কোন প্রকার সংঘর্ষ হয়নি। তবে সাংবাদিকের মোবাইল ফোনের বিষয়টি দেখা হবে।