বটিয়াঘাটায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানার কায়েমখোলা হুলা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সচিব, মহাপরিচালক,খুলনার উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর এলাকাবাসী গতকাল সোমবার এক লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত ঐ অভিযোগে শিক্ষক সিদ্ধার্থ রায় পাঠদানের প্রতি অনিহা, স্কুলে বিলম্বে উপস্থিত হওয়া, ক্লাস রুমে ঘুমানো, অভিভাবকদের অবমুল্যায়ন, স্থানীয় রাজনীতিতে জড়িত, কতৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এইচ,এস,সি পরিক্ষায় অংশগ্রহণ করা কালিন শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষরদান সহ নানান অনিয়মের অভিযোগ তুলে উল্লেখ করা হয়েছে। জরুরি ভিত্তিতে এলাকাবাসী তাকে অন্যত্র বদলী ও অসদাচারণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।