January 23, 2025
আঞ্চলিক

বটিয়াঘাটায় মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ উদ্বোধনের ক্ষণগণনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস, থানার ওসি মোঃ রবিউল কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেছা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী জিয়াউল হক জসীম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসী রানী রায়, নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার, খাদ্য কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এ্যাডঃ প্রশান্ত বিশ্বাস, শাওন হাওলাদার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক অনিলকুমার মন্ডল, তপন কুমার বিশ্বাস, আনন্দ মোহন বিশ্বাস ও অন্নদা শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকমন্ডলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *