বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালতে অবৈধ জাল ও নেট পাটা বিনষ্ট
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বটিয়াঘাটা খালে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি খালের মধ্যে অবৈধ জাল, নেট ও পাটা দিয়ে পানি সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৪ হাজার মিটার নেট জাল উদ্ধার করে। পরবর্তীতে বিকাল ৪টায় উদ্ধারকৃত অবৈধ জাল ও নেট পাটা উপজেলা পরিষদ চত্ত¡রে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা ও বিনষ্টকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, সাংবাদিক রিংটন মন্ডল ও উপ-পুলিশ পরিদর্শক সেকেন্দার আলীসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।