বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালতে ২৮টি ট্রাককে জরিমানা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার মহম্মদনগর এলাকায় খুলনা-চালনা মহাসড়কের উপর এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি সড়ক পরিবহন ২০১৮ এর ৪৩ ধারা মোতাবেক যানবাহনের আকৃতি পরিবর্তন করে মাত্রাতিরিক্ত লোড দিয়ে সড়কের ক্ষতি সাধন করার দায়ে ২৮টি ট্রাককে প্রত্যেককে ১ হাজার করে ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আদালত পরিচালনাকালে থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার দত্ত সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।