September 8, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা  প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় জলমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চুনি লাল মন্ডল তার জামাতা হারান চন্দ্র মল্লিকের পক্ষে ভূমিদস্যুদের বিরুদ্ধে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, জামাতা হারান চন্দ্র মল্লিক গত ২৪/১০/২০১৮ ইং তারিখে রাজবাঁধ মৌজার সি,এস ১৮৫, এস,এ ১৪৫ ও বি আর আর ১৬৩ নং খতিয়ানের ২৩২ নং দাগের ৮০২৫ নং কবলা দলিল মূলে ০.০৫ একর সম্পত্তি ক্রয় পূর্বক ঘেরা-বেড়া দিয়ে চাষাবাদ করে জীবনযাপন  করে আসছে।

সম্প্রতি রাজবাঁধ গ্রামের ইসমাইল মিয়ার পুত্র মোঃ মিরাজ, জাকাত আলী মোল্লার পুত্র আব্দুর গফুর মোল্লা, বয়রা ও রায়ের মহল এলাকার ইমতাজ শেখের পুত্র বাচ্চু শেখ, মোঃ বিল্লাল ও জয়খালি এলাকার অতুল কবিরাজের পুত্র অচিন্ত্য কবিরাজ সহ কতিপয় ভূমি দখলবাজ ব্যক্তিবর্গ আমার জামাতার ভোগদখলীয় সম্পত্তি দখল করার হীন মানসে হানিফিয়া জামে মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আমি ও আমার জামাতা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় জামাতার রেকর্ডীয় ভোগদখীয় জমিতে মসজিদের সাইন বোর্ড লাগিয়ে দেওয়ায় সেখানে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। সেই সাথে  কথিত ঐ সকল ভূমিদস্যূদের নয়া কৌশলে দখলবাজির কারনে হিন্দু সম্প্রদায়ের  মাঝে আতংক বিরাজ করছে।

উক্ত ভূমিদস্যূদের মধ্যে অনেকেই বিগত দিনে চরমপন্থী দলের সক্রিয় সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা সহ একাধিক মামলাও রয়েছে। বর্তমানে আমার জামাতা ও তার পরিবার-পরিজন জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ব্যাপারে তিনি  প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *