December 27, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী চয়নের গণসংযোগ

 

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি চয়ন বিশ্বাসের টিউবওয়েল প্রতীকের সমর্থনে গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার বলাবুনিয়া, ভেন্নাবুনিয়া, পাথরীঘাটা, শৈলমারী, হেতালবুনিয়া, উপজেলা সদর, হাটবাটী-হোগলবুনিয়া, কিস্মত ফুলতলা-ফুলতলা, বসুরাবাদ, বাদামতলা, আউশখালী- মাইলমারা, মাইটভাঙ্গা, বারুরাবাদ, খলসীবুনিয়া, পার-বটিয়াঘাটা, বাগুলাডাঙ্গা, কাছারিবাড়ী, সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, পূজা ঊদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়, সাবেক ভাঃ ইউপি চেয়ারম্যান সমীর সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক শাহিন বিশ্বাস, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক বজলুর রহমান, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি পংকজ বিশ্বাস, সাধারণ সম্পাদক মানস পাল, যুবলীগনেতা পনেশ বিশ্বাস, সনেট মল্লিক, সমর বাছাড়, বীরমুক্তিযোদ্ধা অবঃ ব্যাংক কর্মকর্তা কার্তিক বিশ্বাস, ডাঃ তারিনী কান্ত মন্ডল, অবঃ প্রধান শিক্ষক রনজিত মল্লিক, অবঃ সহকারি প্রধান শিক্ষক হরিপদ গাইন, কৃষকলীগের সাবেক সভাপতি প্রহলাদ জোদ্দার, সাবেক ইউপি সদস্য আ’লীগনেতা রনজিত মল্লিক, অ’লীগনেতা সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, সৈনিক লীগনেতা অলোক মল্লিক, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, ইউপি সদস্য বিপুল ইজারদার, ইউপি সদস্য নূরে আলম ভুঁইয়া, যুবলীগনেতা নৃপেন রায়, হিমাদ্রী বিশ্বাস হিমু, অপু বিশ্বাস, জহির রায়হান লালন, ছাত্রলীগনেতা প্লাবন বোস, অমৃত সরকার প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *