বটিয়াঘাটায় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্তদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় ঘুর্ণিঝড় “বুলবুল” এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় রবি- ২০১৯-২০২০ মৌসূমে ভূট্টা, শীত ও গ্রীষ্মকালীন মূগ ও বসত বাড়ীতে শাক সবজি উৎপাদনে বিনা মূল্যে বীজ, সার, ও নগদ অর্থ সরবরাহের উপকরণ বিতরণী অনুষ্ঠান উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে গতকাল সোমবার বেলা ১২টায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ও আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, ইউপি সদস্য মোঃ শাহাজান প্রমূখ। এ সময় ভূট্টা চাষে ৩৫০ জন, শাকসবজি চাষে ১০০ জন, মূগ চাষে ১৪০জন সহ সর্বমোট ৫৯০ জন কৃষককে পর্যায়ক্রমে বিনা মূল্যে বীজ, সার ও নগদ ৫ শত টাকা প্রতিজন কৃষকে প্রদান করা হয়।