বটিয়াঘাটায় বিশ^ জনসংখ্যা দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় স্বাস্থ্য-কমপ্লেক্স অডিটরিয়ামে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্রের স্বাগত বক্তব্য ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হারুনর রশীদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা রাম চন্দ্র সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ^াস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, ডাঃ বানী সাহা, পরিদর্শন কর্মকর্তা গোবিন্দ দাস, ডাঃ ফরিদা ইয়াসমিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শিশির দাশ, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ২নং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি মন্ডল, সাংবাদিক যথাক্রমে মহিদুল ইসলাম শাহিন, এস,এম,এ ভূট্রো, আহসান করিব, শাহিন বিশ^াস, শাওন হালদার, ইমরান হোসেন, রূপান্তরের এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবায় বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৬ জনকে সম্মনাক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের পূর্বে এক বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।