বটিয়াঘাটায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নারীর আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হলো। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার কাতিয়ানাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৩টি ইউনিয়নের ৬টি গ্র্রামের ২২ জন নারীর মাঝে ২২টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসাবে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো: হাদি-উজ-জামান হাদী, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি মণ্ডল, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য সেলিনা ইয়াসমিন, দর্জি বিজ্ঞান প্রশিক্ষক ঝর্ণা বেগম এবং মিলন কান্তি মণ্ডল।