বটিয়াঘাটায় বিএনপি নেতাকর্মীদের পুলিশী হয়রানি বন্ধের দাবি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মীদের ইউপি নির্বাচনে হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসন ও জনপ্রশাসনের প্রতি আহŸান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৬ ডিসেম্বর জলমা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দিতা করছে না। কিন্তু গত সোমবার দিবাগত রাতে খুলনা থানা পুলিশ বটিয়াঘাটায় গিয়ে থানা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক খন্দকার ফারুক হোসেনসহ ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে। বুধবার রাতে পুনরায় অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ৬ জন। তারা হলেন পান্না মিয়া, কামরুল ইসলাম, আব্দুস সামাদ, সবুজ, শুকুর ও সামাদ। মামলার এজাহারভূক্ত সকল আসামীই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদের মধ্যে আছাবুর রহমান, বাহাদুর মুন্সি, বাবুল শেখ, অহিদুল ইসলাম বাদল, আজমল হোসেন লিটন, শাতিল হোসাইন বিএনপির বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহŸায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু।