বটিয়াঘাটায় বাল্যবিয়ে থেকে মুক্তি পেল ৯ম শ্রেণির ছাত্রী
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম এর যৌথ হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেল লামিয়া খাতুন (১৪) নামের ৯ম শ্রেণির ছাত্রী। সে বটিয়াঘাটার চর ঝিনাইখালী এলাকার মোঃ আজিজুর শেখের কন্যা এবং ঝিনাইখালী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি সে জেএসসি পরীক্ষায় পাশ করেছে বলে জানা গেছে।
সূত্রে প্রকাশ, লামিয়া খাতুনের ইচ্ছার বিরুদ্ধে গতকাল সোমবার তার পিতা আজিজুর শেখ জোর করে মেয়েটির মামার বাড়ী জেলার রূপসা উপজেলার বাগমারা এলাকায় হালিম মসজিদের পাশের্^ তার বাল্য বিয়ের অয়োজন করে। বিয়ের সকল আয়োজন করছিলেন তার মামা ঐ এলাকার মোঃ হাবিব।
বিষয়টি বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর কানে আসলে বাল্য বিয়ের বিষয়টি গোপনে জানতে পেরে তাৎক্ষনিকভাবে রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগমকে অবহিত করেন। অত:পর দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিয়েটি ভন্ডুল হয়ে যায়।