বটিয়াঘাটায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কর্মী সমাবেশ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় দাউনিয়াফাঁদে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ঢাকা এর আয়োজনে গত শুক্রবার স্থানীয় নিজস্ব কার্যালয়ে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ঢাকা এর প্রধান উপদেষ্টা ও অবসর প্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ডাঃ এস,এম বাদশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডাঃ পঞ্চানন মহলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা সভাপতি মতুয়া ডাঃ প্রনব কান্তি সরকার, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান বাবু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঢাকা ডাঃ এস,এম হেলাল আহম্মেদ, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার।
নিবেশ গোলদারের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অধ্যাঃ বিদ্যুৎ রায়, গোবিন্দ মল্লিক, শশ্মান কুমার মন্ডল, ভগবতী গোলদার মাধুরী মল্লিক, স্বপ্না হালদার, হিরন্ময় রায়, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, বিজয় টিকাদার, পার্থ গোলদার, ভরত মন্ডল, দুলাল, অনুপ রায়, প্রমূখ। সভায় আগামী জানুয়ারী মাসে বটিয়াঘাটা উপজেলা কমিটির সম্মেলন হবার সিদ্ধান্ত গৃহীত হয়।