বটিয়াঘাটায় ফাতেহা-ই-ইয়াজদহম অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার গাউছিয়া দরবার শরীফ তেঁতুলতলায় বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গাউছিয়া দরবার শরীফ তেঁতুলতলার প্রতিষ্ঠাতা মোঃ শাহাজাহান মন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা গাউছিয়া দরবার শরীফের সভাপতি রূহানী কবি ক্বারী আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন ন্যাশানাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স ম হাফিজুল ইসলাম ও আনিছুর রহমান বাবু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আহসান কবির, মোঃ লুৎফর রহমান মুন্সি, মোঃ জাকারিয়া, মোঃ জাফর মুন্সি, মোঃ ইব্রাহিম, মোঃ সেলিম হাওলাদার, মোঃ মুনছুর আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সবুজ ও মোঃ রুহুল আমীন প্রমূখ। এলাকার ও দূর দুরান্তরের ধর্মপ্রাণ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর জীবনী আলোচনান্তে কুরআন ও সুন্না অনুযায়ী জীবন যাপনের আহবান জানান।