বটিয়াঘাটায় প্রতিবন্ধীদের বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় এইস কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে বার্ষিক আলোচনা সভা গতকাল শনিবার বেলা ১০টায় কিসমত ফুলতলা (ছিলিন্দামারী) বিদ্যালয় প্রাঙ্গনে গৌরহরি বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সহকারী পুলিশ সুপার (অবঃ) নিখিল চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা মানষ পাল, অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় ও আলহাজ্ব মোদাচ্ছের আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অমলেন্দু বিশ্বাস, বিদ্যালয়ের সভাপতি সুব্রত রায়, প্রধান শিক্ষক দীপন কুমার সরদার, অম্লান রায়, দিপা বৈরাগী, রুম্পা রায়, সীমা ঢালী, পিয়ালী রায়, অম্রিকা মন্ডল, ইভা ঢালী, নিপা বালা, সুশিল গোলদার, রবীন্দ্র নাথ মন্ডল, অমর জোতদার, সুব্রত মন্ডল, লাবনী মন্ডল প্রমুখ।